ভারতের হারের যন্ত্রণাঃ ২২ রানে থমকে গেল লড়াই, ইংল্যান্ড ২-১এগিয়ে
ভারত ৩য় টেস্টে ইংল্যান্ডের কাছে হেরে গেল মাত্র ২২ রানে। ম্যাচটি নাটকীয়ভাবে হেরে সিরিজে পিছিয়ে পড়ল শুভমন গিলের দল। টেস্ট ম্যাচটির প্রতিটি মুহূর্তে টানটান উত্তেজনা থাকলেও, শেষ হাসি হাসে ইংল্যান্ড।
প্রথম ইনিংসে দু’দলই প্রায় সমান রান করেছিল – ভারত এবং ইংল্যান্ড উভয়েই ৩৮৭ রানের মধ্যে শেষ করে নিজেদের ইনিংস। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ব্যর্থতা ভারতের পরাজয়ের প্রধান কারণ হয়ে দাঁড়ায়।
ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে তুলনামূলকভাবে ভালো শুরু করলেও ১৩৯ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে। কিন্তু জো রুটের স্থির ব্যাটিং এবং মিডল অর্ডারে বেন ফোকসের অবদান দলের রানকে লড়াইয়ের মতো জায়গায় পৌঁছে দেয়।
ভারতের লক্ষ্য দাঁড়ায় 193 রান। কিন্তু বেন স্টোকসের বিধ্বংসী স্পেল এবং মঈন আলীর চমৎকার লাইন-লেংথে ভারত 171 রানে অলআউট হয়ে যায়।
ভারতের সামনে এখন সিরিজ বাঁচানোর লড়াই। লর্ডসে ৪র্থ টেস্টই হবে তাদের জন্য অলিখিত ফাইনাল। শুভমনদের এখন চাপে থেকেই ঘুরে দাঁড়াতে হবে।