রবীন্দ্র জাদেজা ১৮১ বলে ৬১ রানে অপরাজিত ছিলেন
লর্ডস টেস্টে ভারতের সামনে জয়ের লক্ষ্য ছিল মাত্র ১৯৩ রান। হাতে ছিল তিন সেশনেরও বেশি সময়। কিন্তু সেই লক্ষ্য স্পর্শ করতে ব্যর্থ হলো শুভমন গিলের দল। শেষ দিনে, শেষ সেশনে এসে ৭৪.৫ ওভারে ১৭০ রানে অলআউট হয়ে যায় ভারত। ভারতের এমন ব্যাটিং পারফরম্যান্সে হতাশ হয়েছেন সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলি।
সোমবার, লর্ডসে ইংল্যান্ডের কাছে ২২ রানে হেরে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়েছে ভারত। সিরিজে ভারতের আগের ব্যাটিং পারফরম্যান্সের কথা মাথায় রেখে গাঙ্গুলির মতে, ১৯৩ রান তাড়া না করতে পারাটা অত্যন্ত হতাশাজনক।
ভারতের রেসিং লিগ ও এফ৪ চ্যাম্পিয়নশিপে যোগ দিয়ে সাংবাদিকদের সৌরভ বলেন, ‘ভারত এই সিরিজে যেভাবে ব্যাট করেছে, তাতে একটু হতাশ হয়েছি। তাদের ১৯৩ রান করা উচিত ছিল।’ চতুর্থ ইনিংসে ভারতের টপ অর্ডার ৮২ রানে ৭ উইকেট হারিয়ে ফেললেও পাল্টা লড়াই করেন রবীন্দ্র জাদেজা। ১৮১ বলে ৬১ রানে অপরাজিত ছিলেন এই অলরাউন্ডার। জাদেজার লড়াকু ইনিংসের প্রশংসা করে সৌরভ বলেন,
‘জাদেজা অসাধারণ। সে যত দিন এভাবে খেলবে, তত দিন ভারতের হয়ে খেলবে। তবে টপ অর্ডার যদি একটু প্রতিরোধ গড়ে তুলত, ম্যাচটা আমাদেরই হতো।’
তবে সৌরভের মন্তব্যের সঙ্গে একমত নন সবাই। কিংবদন্তি সুনীল গাভাস্কার মনে করেন, জাদেজা রুট ও শোয়েব বশিরের বিপক্ষে আরও আগ্রাসী হতে পারতেন। ‘৬০-৭০ রানের একটি জুটি পার্থক্য গড়ে দিতে পারত। রুট ও বশির বল করার সময় সে তুলে মেরে সুযোগ নিতে পারত। তবে তাকে কৃতিত্ব দিতেই হবে।’ — বলেন গাভাস্কার সনি স্পোর্টসে।
অন্যদিকে চেতেশ্বর পুজারা দিয়েছেন সম্পূর্ণ ভিন্ন বিশ্লেষণ। ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেন,
‘এই পিচে এর চেয়ে দ্রুত রান তোলা কঠিন ছিল। বল নরম হয়ে গিয়েছিল, পিচও ধীরগতির ছিল। শেষদিকের ব্যাটাররা ভালো করছিল, তাই জাদেজা হয়তো ভাবছিল আরেকটু এগিয়ে গেলে ঝুঁকি নেওয়া যাবে। গ্যাপ ছিল মিড-অফ ও কাভারে, নিচে খেলে রান তুললে হয়তো আরও ভালো হতো।’
ভারত ও ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্ট অনুষ্ঠিত হবে ২৩ জুলাই, ম্যানচেস্টারে। লর্ডস টেস্টে এই পরাজয়ের পর ভারত কীভাবে ঘুরে দাঁড়ায়, এখন সেদিকেই নজর সকলের।