লর্ডসে ১৯৩ রান তুলতে না পারা ‘হতাশাজনক’: সৌরভ, পাল্টা মত গাভাস্কার-পুজারার

jadeja
রবীন্দ্র জাদেজা ১৮১ বলে ৬১ রানে অপরাজিত ছিলেন


লর্ডস টেস্টে ভারতের সামনে জয়ের লক্ষ্য ছিল মাত্র ১৯৩ রানহাতে ছিল তিন সেশনেরও বেশি সময়কিন্তু সেই লক্ষ্য স্পর্শ করতে ব্যর্থ হলো শুভমন গিলের দলশেষ দিনে, শেষ সেশনে এসে ৭৪.৫ ওভারে ১৭০ রানে অলআউট হয়ে যায় ভারতভারতের এমন ব্যাটিং পারফরম্যান্সে হতাশ হয়েছেন সাবেক অধিনায়কবিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলি 

সোমবার, লর্ডসে ইংল্যান্ডের কাছে ২২ রানে হেরে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়েছে ভারতসিরিজে ভারতের আগের ব্যাটিং পারফরম্যান্সের কথা মাথায় রেখে গাঙ্গুলির মতে, ১৯৩ রান তাড়া না করতে পারাটা অত্যন্ত হতাশাজনক 

ভারতের রেসিং লিগ ও এফ৪ চ্যাম্পিয়নশিপে যোগ দিয়ে সাংবাদিকদের সৌরভ বলেন, ভারত এই সিরিজে যেভাবে ব্যাট করেছে, তাতে একটু হতাশ হয়েছিতাদের ১৯৩ রান করা উচিত ছিল।’ চতুর্থ ইনিংসে ভারতের টপ অর্ডার ৮২ রানেউইকেট হারিয়ে ফেললেও পাল্টা লড়াই করেন রবীন্দ্র জাদেজা। ১৮১ বলে ৬১ রানে অপরাজিত ছিলেন এই অলরাউন্ডারজাদেজার লড়াকু ইনিংসের প্রশংসা করে সৌরভ বলেন, 

জাদেজা অসাধারণসে যত দিন এভাবে খেলবে, তত দিন ভারতের হয়ে খেলবেতবে টপ অর্ডার যদি একটু প্রতিরোধ গড়ে তুলত, ম্যাচটা আমাদেরই হতো।’ 

তবে সৌরভের মন্তব্যের সঙ্গে একমত নন সবাইকিংবদন্তি সুনীল গাভাস্কার মনে করেন, জাদেজা রুটশোয়েব বশিরের বিপক্ষে আরও আগ্রাসী হতে পারতেন ‘৬০-৭০ রানের একটি জুটি পার্থক্য গড়ে দিতে পারতরুটবশির বল করার সময় সে তুলে মেরে সুযোগ নিতে পারততবে তাকে কৃতিত্ব দিতেই হবে।’বলেন গাভাস্কার সনি স্পোর্টসে 

অন্যদিকে চেতেশ্বর পুজারা দিয়েছেন সম্পূর্ণ ভিন্ন বিশ্লেষণইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেন, 
এই পিচে এর চেয়ে দ্রুত রান তোলা কঠিন ছিলবল নরম হয়ে গিয়েছিল, পিচও ধীরগতির ছিলশেষদিকের ব্যাটাররা ভালো করছিল, তাই জাদেজা হয়তো ভাবছিল আরেকটু এগিয়ে গেলে ঝুঁকি নেওয়া যাবেগ্যাপ ছিল মিড-অফকাভারে, নিচে খেলে রান তুললে হয়তো আরও ভালো হতো।’ 

ভারতইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্ট অনুষ্ঠিত হবে ২৩ জুলাই, ম্যানচেস্টারেলর্ডস টেস্টে এই পরাজয়ের পর ভারত কীভাবে ঘুরে দাঁড়ায়, এখন সেদিকেই নজর সকলের 

*

Post a Comment (0)
Previous Post Next Post