শুভমন গিলের এজবাস্টনে করা দ্বিশতরান দেখে স্বপ্ন দেখেছিল ১৪ বছরের বৈভব সূর্যবংশী। জানিয়েছিল, পরের একদিনের ম্যাচে ২০০ করতে চায় সে। তবে সেই স্বপ্ন পূরণ হলো না। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে শেষ ওয়ানডেতে মাত্র ৩৩ রান করেই ফিরতে হলো তাঁকে।
তবু যা করল, তাতেই রেকর্ড বইয়ে জায়গা করে নিল এই কিশোর। পাঁচ ম্যাচের সিরিজে সর্বোচ্চ ৩৫৫ রান করেছে বৈভব। তার স্ট্রাইক রেট ১৭৪.০২, মেরেছে ২৯টি ছয় এবং ৩০টি চার। বয়সে বাকিদের তুলনায় প্রায় পাঁচ বছর ছোট হওয়া সত্ত্বেও, ব্যাট হাতে পুরো সিরিজে রাজত্ব করেছে সে।
ভারতীয় বোর্ডের পোস্ট করা একটি ভিডিওতে বৈভব বলেছিল, “শুভমন ভাইয়ের ইনিংস থেকে অনেক অনুপ্রেরণা পেয়েছি। ১০০-২০০ করেও থামেনি ও। আমি চাই পুরো ৫০ ওভার ব্যাট করে ২০০ করতে। যত বেশি রান করব, দলের ততটাই উপকার হবে।”
সোমবার উরস্টারে হওয়া পঞ্চম ওয়ানডেতে ওপেন করতে নেমে বৈভব তুলনামূলকভাবে ধীর গতিতে ব্যাট করছিল। ৪২ বলে ৩৩ রান করে ১৫তম ওভারে আউট হয় সে। মারতে পেরেছিল ৩টি চার ও ২টি ছয়। স্ট্রাইক রেট ছিল ১০০-এরও কম—যেটা বৈভবের মতো আগ্রাসী ব্যাটারের পক্ষে অস্বাভাবিক।
তবু গোটা সিরিজে আলো ছড়িয়েছে বৈভবই। ৫২ বলে করা তার শতরান যুব এক দিনের ক্রিকেটে দ্রুততম। সিরিজে আর তিনজন ব্যাটার শতরান করলেও, তার ১৪৩ রানের ইনিংস ছিল সর্বোচ্চ।
সিরিজ শেষ হয়েছে ৩-২ ব্যবধানে ভারতের জয়ে। তবে সবচেয়ে উজ্জ্বল নাম হয়ে রইল ছোট্ট বৈভব সূর্যবংশী। বয়স ১৪ হলেও মনোবল, আগ্রাসন ও সামর্থ্যে সে ভবিষ্যতের বড় তারকা হওয়ার বার্তা দিয়ে গেল।