নাটকীয় জয়ে সেমিফাইনালে রিয়াল, এবার প্রতিপক্ষ পিএসজি
এক কথায় নাটকীয়! বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে শেষ ছয় মিনিটে রুদ্ধশ্বাস উত্তেজনার পর ৩–২ গোলে জয় নিয়ে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে শেষ চারে তাদের প্রতিপক্ষ ইউরোপ চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী বুধবার রাতে, নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে।
ম্যাচের শুরুটা ছিল রিয়ালের জন্য বেশ স্বস্তির। মাত্র ১০ মিনিটেই গনসালো গার্সিয়ার গোলে এগিয়ে যায় তারা। এই তরুণ ফরোয়ার্ড ক্লাব বিশ্বকাপে করেছেন নিজের চতুর্থ গোল। এরপর ২০ মিনিটে ব্যবধান ২–০ করেন ফ্রান গার্সিয়া। প্রথমার্ধ শেষ হয় রিয়ালের পরিষ্কার দাপটেই।
দ্বিতীয়ার্ধেও রিয়াল ধরে রাখে নিয়ন্ত্রণ।৯২ মিনিটে ডর্টমুন্ডের ম্যাক্সিমিলিয়ান বিয়েইর এক গোল শোধ দেন। ৯৪ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে স্কোরলাইন দাঁড়ায় ৩–১। এরপরই শুরু হয় এক নাটকীয় মোড়। ৯৬ মিনিটে রিয়ালের দেয়ান হুইসেন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। আর ৯৮ মিনিটে সেরহু গিরাসি পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমিয়ে আনেন ৩–২।
শেষ বাঁশি বাজার আগপর্যন্ত থমকে গিয়েছিল রিয়াল শিবির। যদিও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে তারা। ম্যাচশেষে রিয়াল কোচ জাবি আলোনসো বলেন, “প্রথম ৮০ মিনিট আমরা দারুণ খেলেছি। তবে শেষ ১০ মিনিটে কিছুটা গড়বড় হয়েছিল। এসব জায়গায় আমাদের উন্নতি করতে হবে।”
এমবাপ্পে গোল করার পর উদ্যাপনে দেখান দিয়োগো জোতার প্রতি শ্রদ্ধা। সদ্য সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া এই লিভারপুল ও পর্তুগিজ তারকাকে স্মরণ করেন নিজের জার্সির নম্বর দেখিয়ে।
এদিকে ডর্টমুন্ডের হয়ে এ ম্যাচে শেষবার খেলেছেন অভিজ্ঞ মিডফিল্ডার মার্কো রয়স। ক্লাব ও সমর্থকদের জন্য এটি ছিল আবেগঘন বিদায়ী ম্যাচ।
সেমিফাইনালে এখন ইউরোপের দুই জায়ান্ট—রিয়াল মাদ্রিদ বনাম পিএসজি। একটি ম্যাচ, যেখানে ছিটকে পড়বে একটি স্বপ্ন। Match Highlight