UEFA Nations League 2025: ৯ গোলের নাটকীয় সেমিফাইনালে স্পেনের জয়!

৯ গোলের থ্রিলারে এমবাপ্পেকে হারিয়ে ফাইনালে রোনালদোর মুখোমুখি ইয়ামাল! 

স্পেন ৫-৪ ফ্রান্স

এক কথায় বিস্ময়কর! স্টুটগার্টে গত রাতের ইউরোপীয় নেশনস লিগের সেমিফাইনালটি হয়ে থাকল ইতিহাসের অন্যতম সেরা নাটকীয় ম্যাচ। প্রথম ৫৮ মিনিটে ৪-০ গোলে এগিয়ে থাকা স্পেন ম্যাচ জিতল ৫-৪ ব্যবধানে। এমন রুদ্ধশ্বাস ম্যাচে কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বাধীন ফ্রান্স শেষ মুহূর্তে ঘুরে দাঁড়ানোর প্রাণান্ত চেষ্টা করেও পারেনি সমতায় ফিরতে। 

প্রথমার্ধে নিকো উইলিয়ামস ও মিকেল মেরিনোর গোলে এগিয়ে যায় স্পেন। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে ইয়ামালের গোল এবং পেদ্রির চতুর্থ গোল ম্যাচকে একতরফা করে তোলে। কিন্তু এরপরই শুরু হয় ফরাসি রূপকথার সম্ভাবনা—এমবাপ্পে, শেরকি, ভিভিয়ান এবং কোলো মুয়ানির গোল স্পেনকে চাপে ফেলে দেয়। 

তবুও শেষ হাসি হাসলেন ১৬ বছর বয়সী লামিনে ইয়ামাল—এই ম্যাচেও ২টি গোল করে স্পেনকে ফাইনালে তুললেন। এটি ছিল তাঁর এমবাপ্পের বিপক্ষে ষষ্ঠ জয়! 

ফাইনাল: স্পেন বনাম পর্তুগাল 

রবিবার রাতে ফাইনালে স্পেন মুখোমুখি হবে রোনালদোর পর্তুগালের। ম্যাচ শেষে ইয়ামাল বললেন, "রোনালদো একজন কিংবদন্তি। আমি আমার কাজটা করব, যেটা হচ্ছে ম্যাচ জেতানো।" 

*

Post a Comment (0)
Previous Post Next Post