চার দশকের অপেক্ষার অবসান: জার্মান-অভিশাপ কাটিয়ে ফাইনালে রোনালদো ও পর্তুগাল
মিউনিখে এক ঐতিহাসিক রাত। ৪০ বছর পর জার্মান মাটিতে জয়, ২৫ বছর পর সব ধরনের ভেন্যুতে জার্মানির বিপক্ষে জয়—অবশেষে ‘জার্মান-অভিশাপ’ থেকে মুক্তি পেল পর্তুগাল। আর এই জয়ের নায়ক কে? স্বাভাবিকভাবেই—ক্রিস্টিয়ানো রোনালদো!
উয়েফা নেশনস লিগ ২০২৫-এর সেমিফাইনালে রবার্তো মার্তিনেজের দল ২-১ গোলে হারিয়েছে জার্মানিকে। ম্যাচে দ্বিতীয় গোলটি করে নিজের ১৩৭তম আন্তর্জাতিক গোল তুলে নেন ৪০ বছর বয়সী রোনালদো, যা তাঁর দীর্ঘ ক্যারিয়ারের অন্যতম প্রতীকী মুহূর্ত হিসেবে থেকে যাবে।
রোনালদো আগে জার্মানির বিপক্ষে চারবার খেলেও জয়ের মুখ দেখেননি। এমনকি পর্তুগাল দলও ২০০০ ইউরোর পর থেকে একটানা পাঁচ ম্যাচে হেরেছিল জার্মানদের কাছে। সর্বশেষ জার্মান মাটিতে জয় এসেছিল সেই ১৯৮৫ সালে!
মিউনিখে ম্যাচের প্রথমার্ধে এগিয়ে যায় স্বাগতিক জার্মানি—৪৮ মিনিটে জশুয়া কিমিখের পাস থেকে গোল করেন ফ্লোরিয়ান ভির্টৎস। তবে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমেই ম্যাচের গতিপথ বদলে দেন ভিতিনিয়া।
৫৮ মিনিটে রুবেন নেভেসের পরিবর্তে মাঠে নামার পরই ভিতিনিয়ার নেতৃত্বে মাঝমাঠে গতি ফেরে পর্তুগালের খেলায়। ৬৩ মিনিটে বদলি ফ্রান্সিসকো কনসেইসাও করেন সমতা ফেরানো গোল। এরপর মাত্র ৫ মিনিট পর, ৬৮ মিনিটে, নুনো মেন্দেজের পাস থেকে ঠাণ্ডা মাথায় বল জালে জড়ান রোনালদো। পরবর্তী ম্যাচে স্পেন ও ফ্রান্সের মধ্যকার লড়াইয়ের বিজয়ীর মুখোমুখি হবে পর্তুগাল।