ICC WTC Final 2025: জমে উঠেছে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা লড়াই।

WTC Final


বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ২০২৫: প্রথম দিনেই নাটকীয় মোড়, লর্ডসে পড়ল ১৪ উইকেট! 

ক্রিকেট–তীর্থ লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ২০২৫-এর ফাইনালের প্রথম দিনেই মিলল পুরোনো টেস্ট ক্রিকেটের স্বাদ। সেশনজুড়ে উত্তেজনা, পেসারদের দাপট, ক্লাসিক ইনিংস, আর প্রথম দিন শেষে অস্পষ্ট আধিপত্য—সব মিলিয়ে জমজমাট সূচনা। 

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ২১২ রানে অলআউট করার পর ব্যাট হাতে নেমেই ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা। স্টার্ক–হ্যাজলউড–কামিন্সের ত্রয়ী মিলে ২২ ওভারের মধ্যেই তুলে নিলেন প্রোটিয়াদের ৪ উইকেট। ফলে প্রথম দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪৩/৪, তারা এখনও পিছিয়ে আছে ১৬৯ রানে। 

 টসে জিতে বাজিমাত রাবাদারা 

টেম্বা বাভুমা টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত একদম সঠিক প্রমাণিত হয়। প্রথম সেশনেই কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেন মিলে গুঁড়িয়ে দেন অজিদের টপ অর্ডার। ৫৬.৪ ওভারে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় মাত্র ২১২ রানে। 

  • রাবাদা নেন ৫ উইকেট (৫১ রানে), যা তাঁর ক্যারিয়ারের ১৭তম ৫-উইকেট haul। 

  • ইয়ানসেন তুলে নেন ৩টি, স্পিনার মার্করাম ও মহারাজ নেন একটি করে। 

 

স্মিথ আর ওয়েবস্টারই ভরসা 

অস্ট্রেলিয়ান ইনিংসে সবচেয়ে উজ্জ্বল ছিলেন বো ওয়েবস্টার, যিনি ৭২ রানের মূল্যবান ইনিংস খেলেন। তাঁকে যোগ্য সঙ্গ দেন স্টিভ স্মিথ, যিনি ৬৬ রান করে আবারও প্রমাণ করলেন কেন তিনি লর্ডসের ‘প্রিয় সন্তান’। ইনিংসটির পথে স্মিথ গড়েছেন একাধিক রেকর্ড: 

  • লর্ডসে এখন তিনিই বিদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক। 

  • ইংল্যান্ডে বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ফিফটির মালিক এখন স্মিথ। 

তবে তাঁর এই ইনিংস চাপা পড়ে যায় রাবাদার আগুন ঝরানো স্পেলে। 

 

জবাব দিতে নেমেই বিপর্যয়ে প্রোটিয়ারা 

পাল্টা জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকাও পড়ে চাপে। মাত্র ২২ ওভারে ৪ উইকেট হারিয়ে তারা ৪৩ রানেই থেমে যায়। 

  • স্টার্ক ২ উইকেট নিয়ে নেতৃত্ব দেন। 

  • হ্যাজলউড ও কামিন্স নেন ১টি করে উইকেট। 

বড় ভরসা হয়ে টিকে আছেন ডেভিড বেডিংহাম (৮*) ও অধিনায়ক বাভুমা (৩*)। আগামীকাল তাঁদের দায়িত্ব আরও বাড়বে, কারণ দক্ষিণ আফ্রিকার হাতে আছে মাত্র ৬ উইকেট এবং পেছনে ১৬৯ রানের ফারাক। 

 

সংক্ষিপ্ত স্কোরবোর্ড 

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৫৬.৪ ওভারে ২১২ 

ওয়েবস্টার ৭২, স্মিথ ৬৬ 
রাবাদা ৫/৫১, ইয়ানসেন ৩/৪৯ 


দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ২২ ওভারে ৪৩/৪

 রিকেলটন ১৬, বেডিংহাম ৮* 
স্টার্ক ২/১০, হ্যাজলউড ১/১০, কামিন্স ১/১৪ 


 

দ্বিতীয় দিনে নজর থাকবে কোথায়? 

দ্বিতীয় দিনটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণ আফ্রিকা যদি লিড নিতে চায়, তবে বাকি ব্যাটারদের থেকে দরকার দৃঢ়তা ও ধৈর্য। অন্যদিকে, অস্ট্রেলিয়া চাইবে দ্রুত অলআউট করে প্রথম ইনিংসে বড় লিড নিতে। 

*

Post a Comment (0)
Previous Post Next Post