জোড়া গোল করে এমএলএসে রেকর্ড গড়লেন মেসি
আগের ম্যাচেই জোড়া গোল করে ইন্টার মায়ামিকে জয় এনে দিয়েছিলেন লিওনেল মেসি। এবার সেই ধারাবাহিকতা ধরে রেখেই আবারও আলো ছড়ালেন আর্জেন্টাইন মহাতারকা। রোববার সকালে মেজর লিগ সকারে (এমএলএস) কলম্বাস ক্রু-র বিপক্ষে ৫-১ গোলের জয়ে মেসি করলেন দুই গোল, করালেন আরও দুটি।
এই জয়ের মধ্য দিয়েই মেসি নিজের নাম লেখালেন নতুন এক রেকর্ডে—ইন্টার মায়ামির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসন এখন তাঁর দখলে। কলম্বাসের বিপক্ষে করা এই জোড়া গোলের পর এমএলএসে মেসির গোলসংখ্যা দাঁড়াল ৩১, যা একসময়কার সতীর্থ গঞ্জালো হিগুয়েইনের ২৯ গোলকে ছাড়িয়ে গেছে।
চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বল দখল এবং আক্রমণে প্রায় সমানে সমানে লড়েছে দুই দল। মায়ামি ৫১% বল দখলে রাখলেও কলম্বাসও খুব একটা পিছিয়ে ছিল না (৪৯%)। শট নেওয়ার দিক দিয়েও ছিল হাড্ডাহাড্ডি লড়াই—মায়ামির ১৪ শটের বিপরীতে কলম্বাস নেয় ১২টি শট। তবে লক্ষ্যভেদে এগিয়ে মেসির দল, যেখানে ৭টি শট ছিল লক্ষ্যে; বিপরীতে কলম্বাস রাখতে পেরেছিল মাত্র একটি।
ম্যাচের গোলের ক্রম:
১৩ মিনিট: ম্যাচের প্রথম গোল আসে মেসির পাস থেকে। মাঝমাঠ থেকে মেসির নিখুঁত লং পাস নিয়ন্ত্রণে নিয়ে গোল করেন তাদেও আলেন্দে।১৫ মিনিট: গোলরক্ষকের বড় ভুলে মেসির কাছে বল চলে আসে এবং সুযোগটি কাজে লাগিয়ে দ্বিতীয় গোলটি করেন তিনি।২৪ মিনিট: বুসকেতসের কাছ থেকে মাঝমাঠে দুর্দান্ত পাস পেয়ে দৃষ্টিনন্দন চিপ শটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন মেসি।
বিরতির পর কলম্বাসের হয়ে ৫৮ মিনিটে একটি গোল শোধ করেন সিজার রুভালকাবা। কিন্তু এতে খেলায় ফিরতে পারেনি তারা। ৬৪ মিনিটে লুইস সুয়ারেজ চতুর্থ গোল করে মায়ামির ব্যবধান বাড়ান।
শেষ দিকে মেসির আরেকটি অ্যাসিস্ট থেকে গোল করেন ফাফা পিকাল্ট, ফলে ৫-১ ব্যবধানেই শেষ হয় ম্যাচ।
এই জয়ের ফলে ১৮ ম্যাচে ৮ জয় ও ৫ ড্র নিয়ে ইন্টার মায়ামির পয়েন্ট দাঁড়ায় ২৯, যা এমএলএসের পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে তাদের তুলে এনেছে। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার থেকে তারা পিছিয়ে আছে ৫ পয়েন্টে, তবে একটি ম্যাচ কম খেলেছে মেসির দল।