একই দিনে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল রোনাল্ডো ও মেসির ক্লাব, ভাঙল চ্যাম্পিয়নের স্বপ্ন

messi ronaldo




রোনাল্ডোর দুঃস্বপ্ন সৌদি মাটিতেই 

নিজের দেশ সৌদিতেই সেমিফাইনালে খেলতে নেমেছিল আল নাসের। প্রতিপক্ষ ছিল জাপানের কাওয়াসাকি ফ্রন্টেল। শুরু থেকেই উত্তেজনায় ভরপুর ম্যাচে আল নাসের ২-৩ গোলে হেরে যায়। 

১০ মিনিটে তাতসুয়া ইতোর গোলে এগিয়ে যায় কাওয়াসাকি। 
সাদিয়ো মানে সমতা ফেরান। 
এরপর রোনাল্ডোর একটি হেড পোস্টে লেগে ফিরে আসে। 
ইয়ুতো ওজেকি এবং আকিহিরো এনাগার গোলে আবার এগিয়ে যায় কাওয়াসাকি। 

আল নাসেরের হয়ে আয়মান ইয়াহিয়া একটি গোল করলেও সমতায় ফেরা হয়নি। 

এই পরাজয়ে আবারও ব্যর্থ রোনাল্ডো তাঁর ক্লাবকে এশিয়ার শ্রেষ্ঠত্ব দিতে। চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি রয়ে গেল অধরাই। 

মেসির মায়ামিও হতাশ করল 

অন্যদিকে, উত্তর আমেরিকার ক্লাব প্রতিযোগিতা কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ-এ মেসির ক্লাব ইন্টার মায়ামি ১-৩ গোলে হেরে যায় ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের কাছে। 

মায়ামি প্রথম লেগেই পিছিয়ে ছিল ০-২ গোলে। 
ফিরতি পর্বে অন্তত তিন গোলের ব্যবধানে জেতার দরকার ছিল। 
কিন্তু খেলার মধ্যে সেই আগ্রাসী মনোভাব দেখা যায়নি। 
ভ্যাঙ্কুভারের হয়ে গোল করেন ব্রায়ান হোয়াইট, পেদ্রো ভিটে ও সেবাস্তিয়ান বারহল্টার। 

মায়ামির হয়ে একমাত্র গোল করেন জর্ডি আলবা 

একসময় যারা ইউরোপিয়ান ক্লাব ফুটবলের রাজত্ব করতেন, সেই মেসি ও রোনাল্ডো আজ দুই ভিন্ন মহাদেশে নিজেদের ক্লাবকে চ্যাম্পিয়নের মঞ্চে তুলতে ব্যর্থ। সমর্থকদের জন্যও এই দিনটি নিঃসন্দেহে হতাশার। 

*

Post a Comment (0)
Previous Post Next Post