যুদ্ধ-উত্তেজনার ছায়া ক্রিকেটে: বাতিল হতে পারে ভারতীয় দলের বাংলাদেশ সফর ও এশিয়া কাপ

যুদ্ধ-উত্তেজনার ছায়া ভারতীয় ক্রিকেটে: বাংলাদেশ সফর ও এশিয়া কাপ বাতিলের সম্ভাবনা 

Asia Cup


ভারত-পাকিস্তান সীমান্তে চলমান সশস্ত্র উত্তেজনার জেরে বড়সড় প্রভাব পড়ছে আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারে। আগস্টে বাংলাদেশের মাটিতে ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা থাকলেও, তা অনিশ্চিত হয়ে পড়েছে। একইভাবে, সেপ্টেম্বরে নির্ধারিত এশিয়া কাপ আয়োজন নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। 

টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা গেছে, বিসিসিআই স্পষ্টতই এই দুটি ইভেন্ট থেকে নিজেদের সরিয়ে নেওয়ার পরিকল্পনায় রয়েছে। এমনকি এশিয়া কাপ আয়োজন হলেও তাতে ভারত অংশ নেবে না। বরং ওই সময় স্থগিত হওয়া আইপিএলের বাকি ম্যাচগুলির নতুন করে আয়োজন করাই বিসিসিআইয়ের অগ্রাধিকার। 

ধর্মশালার ঘটনায় আরও বাড়ল উদ্বেগ 

পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ চলাকালীন ধর্মশালার স্টেডিয়ামে আচমকা ফ্লাডলাইট নিভে যায় এবং পরে নিরাপত্তার কারণ দেখিয়ে ম্যাচ বন্ধ ঘোষণা করা হয়। ওই সময়েই পাকিস্তানের দিক থেকে ভারতের সীমান্তে একাধিক হামলার খবর উঠে আসে। এমন পরিস্থিতিতে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খেলোয়াড়েরা ভোররাতেই ধর্মশালা ত্যাগ করেন। এই ঘটনার পরেই বিসিসিআই এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত ঘোষণা করে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, পুরো আসরই কয়েক মাস পিছিয়ে যেতে পারে 

বিদেশ সফরে অনীহা, অগ্রাধিকার আইপিএল 

সূচি অনুযায়ী, জুনের শুরুতেই ইংল্যান্ড সফরে রওনা দেবে ভারতীয় দল, যেখানে রয়েছে পাঁচ টেস্টের গুরুত্বপূর্ণ সিরিজ। এরপরই ছিল বাংলাদেশের সফর। কিন্তু বিসিসিআই জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে বিদেশ সফর নিয়ে কোনও আলোচনা করতেও রাজি নয় তারা। এমনকি, যদি আইপিএলের বাকি ম্যাচগুলি বাংলাদেশের সফর ও এশিয়া কাপের আগে শেষ করাও যায়, তবুও ভারত সেই দুটি টুর্নামেন্টে অংশ নেবে না বলেই বিসিসিআইয়ের অভ্যন্তরীণ সূত্রের দাবি। 

নিরাপত্তাই প্রধান বিবেচ্য 

বিসিসিআইয়ের এক মুখপাত্র বলেন, “ধর্মশালার ঘটনার পর আমাদের প্রধান লক্ষ্য খেলোয়াড় ও স্টাফদের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা। আতঙ্কমুক্ত পরিবেশ ছাড়া আমরা কোনও আন্তর্জাতিক সফরে অংশ নেব না।”

*

Post a Comment (0)
Previous Post Next Post