ভারত-পাকিস্তান উত্তেজনার জেরে স্থগিত বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ, আইপিএলেও প্রভাব

BENGAL T20 TROFY


বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত, কারণ ভারত-পাকিস্তান সংঘাতের আবহে উত্তপ্ত পরিস্থিতি
 

ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রভাব পড়ল দেশের ঘরোয়া ক্রিকেটেও। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) শুক্রবার এক বিবৃতিতে জানায়, অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হল বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ। পরিস্থিতির অবনতি হওয়ায়, নিরাপত্তাজনিত দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় সংস্থাটি। 

আইপিএলের আদলে গঠিত এই ঘরোয়া টি-টোয়েন্টি লিগ গত বছর প্রথমবার আয়োজিত হয়েছিল। এবছর হতে চলেছিল লিগের দ্বিতীয় সংস্করণ। পুরুষদের প্রতিযোগিতা ১৬ মে থেকে শুরু হওয়ার কথা ছিল, আর মহিলা দলের লড়াই শুরু হওয়ার কথা ছিল ৪ জুন থেকে। তবে বর্তমান পরিস্থিতিতে সব কিছু অনিশ্চিত। সিএবি জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে উপযুক্ত সময়ে নতুন সূচি ও মাঠের তালিকা ঘোষণা করা হবে। 

শুধু এই লিগই নয়, উত্তেজনাকর পরিস্থিতির জেরে প্রভাব পড়েছে আইপিএলেও। শুক্রবারই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ঘোষণা করে, এক সপ্তাহের জন্য স্থগিত রাখা হচ্ছে আইপিএলের সূচি। বৃহস্পতিবার ধর্মশালায় ব্ল্যাকআউটের কারণে মাঝপথে বন্ধ হয়ে যায় পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ। 

সব মিলিয়ে ভারতীয় ক্রিকেটে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। বোর্ড এবং সংশ্লিষ্ট সংগঠনগুলি এখন পরিস্থিতির দিকে নজর রেখে পরবর্তী পদক্ষেপ নেবে। 

*

Post a Comment (0)
Previous Post Next Post