এর আগে রেকর্ডটি ছিল ভারতের দখলে। ২০২৩ সালে তিরুবনন্তপুরমে শ্রীলঙ্কাকে ৩১৭ রানে হারিয়েছিল রোহিত শর্মার দল।
রুট–বেথেল ঝড়ে ৪১৪ রান
প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৫ উইকেটে ৪১৪ তোলে ইংল্যান্ড। জ্যাকব বেথেল ৮২ বলে ১১০ রান (১৩ চার, ৩ ছক্কা), জো রুট ৯৬ বলে ১০০ রান (১৯তম সেঞ্চুরি), জেমি স্মিথ ৬২, জস বাটলার ৩২ বলে ৬২*
বেথেল ও রুট মিলে তৃতীয় উইকেটে ১৮২ রানের জুটি গড়েন। শেষদিকে বাটলার ও উইল জ্যাকস ঝড়ো ব্যাটিংয়ে স্কোর টেনে নিয়ে যান ৪০০ পেরিয়ে।
রান তাড়ায় ধস নামল প্রোটিয়াদের
৪১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরু থেকেই ব্যাটিং ধস। ৭ রানে ৪, ২৪ রানে ৬, ৫৭ রানে ৮ উইকেট হারায় দলটি। অধিনায়ক টেম্বা বাভুমা চোটের কারণে নামেননি। করবিন বশ করেন সর্বোচ্চ ২০ রান। টানা পাঁচ ম্যাচে ফিফটি করার পর আজ মাত্র ৪ রানেই আউট হন তরুণ ম্যাথু ব্রিটজকে। ফলে ভাঙল তার রেকর্ড যাত্রা।
আর্চারের আগুনঝরা বোলিং
দক্ষিণ আফ্রিকার বিপর্যয়ের নায়ক জফরা আর্চার। ৯ ওভারে ১৮ রান দিয়ে ৪ উইকেট, রশিদ নিয়েছেন ৩/১৩
আর্চার যখন তার চতুর্থ শিকার নিলেন, তখন প্রোটিয়াদের স্কোর ছিল মাত্র ১৮/৫। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা।
ওয়ানডেতে সবচেয়ে বড় রানের জয় (Top 5)
সংক্ষিপ্ত স্কোর