ASIA CUP: যশস্বী থেকে শ্রেয়স, কেমন হতে পারে বাদ পড়াদের সেরা একাদশ

 

INDIAN TEAM


মঙ্গলবার ভারতীয় বোর্ড ঘোষণা করেছে এশিয়া কাপের ১৫ জনের দলতবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বাদ পড়া ক্রিকেটাররাএকঝাঁক পারফরমারদের বাইরে রেখে যে দল গড়া হয়েছে, তাতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছেএই বাদ পড়া তারকাদের নিয়েই তৈরি হলো এক সম্ভাব্য একাদশ 

ওপেনার
যশস্বী জয়সওয়াল এবং সাই সুদর্শনদু’জনেই দুর্দান্ত ফর্মে ছিলেন আইপিএলেযশস্বী ১৪ ম্যাচে ৫৫৯ রান, আর সুদর্শন করেছিলেন সর্বাধিক ৭৫৯ রানতবুও মূল দলে নেই কেউই 

মিডল অর্ডার 
সবচেয়ে বড় চমক শ্রেয়স আয়ারের অনুপস্থিতিফাইনালে তুলেছিলেন পাঞ্জাব কিংসকে, তার পরেও জায়গা হল নাবাদ গেছেন ধারাবাহিক ব্যাটসম্যান কেএল রাহুলওউইকেটকিপার হিসেবে রয়েছেন ধ্রুব জুরেল, যিনি ব্যাট হাতেও কার্যকররাজস্থানের রিয়ান পরাগ এবং প্রতিভাবান নীতীশ রেড্ডিও থাকবেন মিডল অর্ডারে 

অলরাউন্ডার ও স্পিনাররা 
ওয়াশিংটন সুন্দর দলে না থাকাটা অবাক করার মতোব্যাট-বল দুদিকেই তিনি কার্যকরবাদ পড়েছেন লেগ-স্পিনার রবি বিষ্ণোইও, যিনি একসময় নিয়মিত ছিলেন জাতীয় দলে 

পেসাররা 
মোহাম্মদ সিরাজ এবং মহম্মদ শামিদুজনের অভাব স্পষ্টসিরাজ ইংল্যান্ড সফরে সেরা পারফর্মার হলেও বিশ্রামের কারণ দেখিয়ে রাখা হয়নিশামিকে নিয়ে ফিটনেসবয়স নিয়ে প্রশ্ন থাকলেও তাঁর অভিজ্ঞতা অমূল্য 

উপেক্ষিতদের সম্ভাব্য একাদশ 
যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, শ্রেয়স আয়ার (অধিনায়ক), কেএল রাহুল, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রিয়ান পরাগ, নীতীশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি 

এই দলটি যে কোনও প্রতিপক্ষকে চাপে ফেলতে সক্ষম, অথচ এশিয়া কাপে তারা কেবল দর্শক 

*

Post a Comment (0)
Previous Post Next Post

Sponsord

Sponsord