UEFA Nations League 2025: ফাইনালে আজ মুখোমুখি স্পেন ও পর্তুগাল। তরুণ ইয়ামাল বনাম অভিজ্ঞ রোনালদো

"শুধু জেতো, আবার জেতো, তারপর আরও জেতো" — এই কথাটিই যেন এখন স্পেন দলজুড়ে একমাত্র মন্ত্র। দলের খেলোয়াড়, কোচ, স্টাফ, কিংবা সাধারণ কর্মী—যার কাছেই যান, সবার মুখে লুইস আরাগোনেসের সেই বিখ্যাত উক্তি। আর হ্যাঁ, মনে পড়ে যায় সেই ২০০৮ সালের ইউরোর কথা, যেখানে আরাগোনেসের হাত ধরেই আধুনিক স্পেন ফুটবলের স্বর্ণযুগের সূচনা। 

এরপর ভিসেন্তে দেল বস্কের কোচিংয়ে ২০১০ সালে বিশ্বজয়ের স্বাদ নেয় স্পেন, আর ২০১২ সালে তারা ধরে রাখে ইউরোর শিরোপা। ইউরো, বিশ্বকাপ, ইউরো—টানা তিনটি বড় শিরোপা জিতে ইতিহাস গড়েছিল লা রোহা। এবার কি ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করবে? 

২০২৬ বিশ্বকাপে লুইস দে লা ফুয়েন্তের অধীনে স্পেন দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হবে কি না, তা সময় বলবে। তবে তার আগেই ফুয়েন্তের সামনে দারুণ এক সুযোগ—এক অনন্য ‘ট্রেবল’ জয়ের। ২০২২ সালের কাতার বিশ্বকাপে ব্যর্থতার পর জাতীয় দলের দায়িত্ব পান বয়সভিত্তিক দলের সাবেক কোচ, ৬৩ বছর বয়সী এই ফুটবল মস্তিষ্ক। 

আর তার অধীনেই স্পেনের জয়রথ যেন থামছেই না। ২০২৩ সালে ফুয়েন্তের অধীনে স্পেন প্রথমবারের মতো জিতে নেয় উয়েফা নেশনস লিগ। ২০২৪ সালে আসে ইউরো জয়। আর এবার ২০২৫ সালে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় আজ রাতের ফাইনালে জিততে পারলে, ফুয়েন্তে হয়ে উঠবেন ইউরোপের ইতিহাসে প্রথম কোচ, যিনি নিজের প্রথম তিনটি বড় আন্তর্জাতিক প্রতিযোগিতাতেই শিরোপা জয়ের কীর্তি গড়বেন। 

তবে কাজটা এত সহজ নয়। প্রতিপক্ষ যে পর্তুগাল—২০১৮-১৯ সালে নেশনস লিগের প্রথম আসরের চ্যাম্পিয়ন। রোনালদোর নেতৃত্বে সেই দল আজও ভয়ঙ্কর প্রতিপক্ষ হিসেবেই রয়ে গেছে। এই ম্যাচ ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে দুই প্রজন্মের দুই মহাতারকা—৪০ ছুঁইছুঁই ক্রিস্টিয়ানো রোনালদো এবং ১৭ বছরের বিস্ময়বালক লামিনে ইয়ামাল। একজন ক্যারিয়ারের গোধূলিতে, অন্যজন সূর্যোদয়ের মুহূর্তে। অথচ এই দুই তারকাকেই ঘিরে প্রচারণার ঝড়। 

তবে রোনালদো নিজেই এই প্রচারণাকে ব্যক্তিগত নয়, দলগত লড়াইয়ের রূপ দিয়েছেন: “আমরা ভিন্ন প্রজন্মের। একজন ফুটবল মঞ্চে প্রবেশ করছে, অন্যজন বিদায় নিচ্ছে। সংবাদমাধ্যম এই রকম তুলনা করতেই ভালোবাসে, কিন্তু শেষ পর্যন্ত এটা দুই দলের মধ্যে লড়াই।” 

রোনালদো ইউরো জিতেছিলেন ২০১৬ সালে। ইয়ামালও ইউরো জিতেছেন, তবে গত বছর। তবে এই প্রতিভাবান স্প্যানিশ উইঙ্গার এখনও নেশনস লিগ জিততে পারেননি। ২০২৩ সালে স্পেন যখন প্রথমবার নেশনস লিগ জিতেছিল, তখন ইয়ামাল জাতীয় দলের সদস্যই ছিলেন না। তার অভিষেক আসে সেই ঘটনার তিন মাস পর। 

আজকের ফাইনাল তাই একাধিক দিক থেকে তাৎপর্যপূর্ণ। রাতের আকাশে জ্বলজ্বল করবে কী অভিজ্ঞ রোনালদোর ট্রফি উদ্‌যাপনের উজ্জ্বল আলো, না তরুণ ইয়ামালের উল্লাসে ছাপিয়ে যাবে সেই দৃশ্য? এই উত্তরের অপেক্ষাতেই ফুটবলপ্রেমীরা। আজ রাত ১২:৩০-এ

 

*

Post a Comment (0)
Previous Post Next Post