১৩৪ বলে ৩২৭ রান! বৈভবের পর ব্যাটিংয়ে বিস্ফোরণ ঘটাল বন্ধু আয়ান, মাত্র ১৩ বছর বয়সেই নজর কাড়ল বিহারের এই বিস্ময়
ঘরোয়া ক্রিকেটে ফের নজর কাড়ল বিহারের এক কিশোর। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে আলো ছড়ানো বৈভব সূর্যবংশীর পর এবার তার ঘনিষ্ঠ বন্ধু আয়ান রাজ ব্যাট হাতে দেখাল বিস্ময়। মুজফ্ফরপুরে এক ম্যাচে ১৩ বছর বয়সী আয়ান মাত্র ১৩৪ বলে হাঁকাল ৩২৭ রানের অবিশ্বাস্য ইনিংস।
সংস্কৃতি ক্রিকেট অ্যাকাডেমির হয়ে ৩০ ওভারের ম্যাচে ব্যাট করতে নামে আয়ান। দলের হয়ে একাই খেলেছে ২২ ওভার। তার ইনিংসে ছিল ৪১টি চার ও ২২টি ছক্কা—যার মানে, ২৯৬ রানই এসেছে বাউন্ডারি থেকে। স্ট্রাইক রেট? চোখ কপালে তুলে দেওয়া—২২০.৮৯। তার বিধ্বংসী ইনিংসেই জয় পায় সংস্কৃতি ক্রিকেট অ্যাকাডেমি।
খেলা শেষে আয়ান জানায় বৈভবের সঙ্গে তার বন্ধুত্বের কথা। সে বলে, “ছোটবেলা থেকে একসঙ্গে খেলছি। এখন ও দেশের হয়ে খেলছে, আইপিএলে খেলছে—তবু ওর সঙ্গে সম্পর্কটা একদম আগের মতোই। ওকে দেখে অনুপ্রাণিত হই, ওর মতো খেলোয়াড় হতে চাই।”
যেখানে বৈভব একজন বাঁহাতি ব্যাটার, আয়ান সেখানে ডানহাতি। তবে ক্রিকেটের প্রতি ভালোবাসা দু’জনেরই সমান। আয়ানের ক্রিকেট জীবনের শুরু তার বাবার হাত ধরে। আয়ানের বাবা নিজেও একসময় ক্রিকেটার ছিলেন এবং ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন হয়তো পূরণ হয়নি, কিন্তু ছেলের মধ্যে সেই স্বপ্নকে বাস্তব করতে চেষ্টার কোনও ত্রুটি রাখছেন না তিনি।
প্রসঙ্গত, বৈভব মাত্র ১৩ বছর বয়সেই ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছে। রাজস্থান রয়্যালস তাকে আইপিএলের নিলামে কিনে নেয় কোটি টাকার বেশি দামে। শুরুতে প্রথম একাদশে সুযোগ না পেলেও একবার সুযোগ পেতেই বাজিমাত করে বৈভব। মাত্র সাতটি ইনিংসে ২৫২ রান করেছে ৩৬ গড় ও ২০৬.৫৫ স্ট্রাইক রেটে। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৩৫ বলে শতরান করে, যা আইপিএলে কোনও ভারতীয়ের দ্রুততম শতরান।
এখন প্রশ্ন উঠছে—এই আয়ান কি ভবিষ্যতের নতুন বৈভব? এখনই বলার সময় নয়, তবে তার ব্যাটিং ঝড় স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে—বিহার থেকে আরও এক তারকা ক্রিকেটারের উত্থান সময়ের অপেক্ষা মাত্র।