IPL HUB: ধর্মশালায় ম্যাচ বাতিল, জম্মুর আতঙ্কে আলো নিভল মাঠে

ধর্মশালায় বাতিল আইপিএল পঞ্জাব বনাম দিল্লি ম্যাচ, রকেট হামলায় আলো নিভল মাঠে!

INDIAN SPORTS


ধর্মশালায় বৃহস্পতিবারের পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচটি বাতিল হয়ে গেল এক আকস্মিক ঘটনার জেরেজম্মুতে পাকিস্তানের তরফে রকেট হামলার ঘটনার পরপরই ধর্মশালার স্টেডিয়ামে আলো নিভিয়ে দেওয়া হয় এবং দর্শকদের নিরাপত্তার স্বার্থে মাঠ খালি করতে বলা হয়এরপরই ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। বোর্ডের তরফে জানানো হয়েছে, স্টেডিয়াম সংলগ্ন এলাকায় বিদ্যুবিভ্রাটের কারণেই আলো নিভে গিয়েছে 

এই ঘটনায় ম্যাচটি স্থগিত না করে সরাসরি বাতিল করায় চরম হতাশ পঞ্জাব সমর্থকরা। কারণ, এই ম্যাচটি জিতলেই প্লে-অফে পা রাখতে পারত পঞ্জাব কিংস। টস জিতে প্রথমে ব্যাট করছিল পঞ্জাব, ১০.১ ওভারে স্কোর ছিল ১২২। প্রিয়াংশ আর্য ৩৪ বলে ৭০ এবং প্রভসিমরন সিংহ ২৮ বলে ৫০ রানের ইনিংস খেলে পঞ্জাবকে শক্ত ভিত তৈরি করে দিয়েছিলেন। 

এদিকে জম্মুতে হামলার জেরে চাঞ্চল্য ছড়ায় সারা দেশেই। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে পাকিস্তানের ছোড়া আটটি ক্ষেপণাস্ত্র ভারত সফলভাবে ধ্বংস করেছে। টার্গেট ছিল জম্মু বিমানবন্দর, সাম্বা, আরএস পুরা, আরিনা প্রভৃতি জায়গা। এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে এই ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করা হয়। জম্মু বিশ্ববিদ্যালয়ের সামনে দু’টি পাকিস্তানি ড্রোন গুলি করে নামানোর ঘটনাও ঘটেছে। 

এই ম্যাচের আগে ধর্মশালায় দেশাত্মবোধক পরিবেশ তৈরি করা হয়েছিল। আইপিএল কমিটির উদ্যোগে ভারতীয় সেনার সাহসকে সম্মান জানাতে গাওয়া হয় দেশাত্মবোধক গান। জনপ্রিয় গায়ক বি প্রাক সেই গানে মাতিয়ে দেন উপস্থিত দর্শকদের। 

তবে যে ম্যাচ ঘিরে এত আয়োজন, সেটাই শেষ পর্যন্ত বাতিল হয়ে যাওয়া – তা নিঃসন্দেহে হতাশার। এখন দেখার, পঞ্জাব কিংসের প্লে-অফের আশা কীভাবে ম্যানেজমেন্ট সামলায়। 

আপনার মতে, এই ঘটনার প্রেক্ষিতে কি আইপিএল কমিটিকে ধর্মশালার মতো সীমান্তবর্তী ভেন্যুগুলিতে ম্যাচ আয়োজন নিয়ে নতুন করে ভাবা উচিত? 

আজ, ৯ মে ২০২৫, আইপিএল ২০২৫-এর ৫৯তম ম্যাচে লখনউ সুপার জায়ান্টস (LSG) মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-এর। 

 ম্যাচের বিবরণ: 

  • ম্যাচ নম্বর: ৫৯ 

  • তারিখ: ৯ মে ২০২৫, শুক্রবার 

  • সময়: সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়) 

  • ভেন্যু: ভারত রত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়াম, লখনউ 

*

Post a Comment (0)
Previous Post Next Post