ভারতীয় ফুটবলে মোহনবাগানের রাজত্ব, বর্ষসেরা শুভাশিস ও গোলকিপার বিশাল – AIFF পুরস্কারে ছাপ!

ভারতীয় ফুটবলের মঞ্চে মোহনবাগানের দাপট, বর্ষসেরা ফুটবলার শুভাশিস, সেরা গোলকিপার বিশাল!

SOUMYA GUGULOTH
সেরা মহিলা ফুটবলার সৌম্যা গুগুলথ

গত মরসুমে দুরন্ত ছন্দে থাকা মোহনবাগান সুপার জায়ান্ট আইএসএলের লিগ শিল্ড ও চ্যাম্পিয়ন্স কাপ—দু’টোই ঘরে তুলেছিল। সেই ঐতিহাসিক জয়ের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রাখা দুই তারকা খেলোয়াড়, অধিনায়ক শুভাশিস বসু এবং গোলরক্ষক বিশাল কাইথ এবার পেলেন যথাযোগ্য স্বীকৃতি। সর্বভারতীয় ফুটবল সংস্থা (AIFF)-র তরফে এই দুই ফুটবলারকে বর্ষসেরা ফুটবলার এবং বর্ষসেরা গোলকিপার হিসেবে পুরস্কৃত করা হয়েছে। 

শুক্রবার, ভুবনেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে বর্ষসেরা পুরুষ ফুটবলারের সম্মান পান শুভাশিস। দীর্ঘদিন পর আবার একজন বাঙালি এই সম্মানে ভূষিত হলেন, যা বাংলার ফুটবল অনুরাগীদের কাছে নিঃসন্দেহে গর্বের বিষয়। একই সঙ্গে মোহনবাগানের প্রমীলা দলে না খেললেও, ইস্টবেঙ্গল মহিলাদের আই লিগ জয়ের পর দলের তরুণ তারকা সৌম্যা গুগুলথ হন সেরা মহিলা ফুটবলার। 

অন্যান্য পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন জামশেদপুর এফসি-র কোচ খালিদ জামিল, যিনি টানা দ্বিতীয়বার বর্ষসেরা কোচের পুরস্কার পেলেন। তার দল সুপার কাপের ফাইনালে পৌঁছেও নিজেদের ক্ষমতার প্রমাণ দিয়েছে। মহিলা বিভাগের সেরা কোচ হন শ্রীভূমি ক্লাবের সুজাতা কর, যাঁর নেতৃত্বে প্রথমবার আই লিগে খেলেই দল শেষ করে তৃতীয় স্থানে। 

উঠতি প্রতিভা বিভাগে পুরুষদের মধ্যে সম্মান পেয়েছেন গোয়ার মিডফিল্ডার ব্রাইসন ফার্নান্দেস, আর মহিলাদের মধ্যে এই পুরস্কার জেতেন থোইবিসানা চানু 

গোলকিপার বিভাগে, পুরুষদের মধ্যে মোহনবাগানের বিশাল কাইথ নিঃসন্দেহে ছিলেন মৌসুমজুড়ে দুর্ভেদ্য প্রাচীরের মতো। তার দুরন্ত পারফরম্যান্সে প্রতিপক্ষের বহু গোল আটকে গেছে। মহিলা বিভাগের সেরা গোলকিপার হয়েছেন পানথোই চানু। বর্ষসেরা রেফারির সম্মান জিতেছেন বেঙ্কটেশ আর। 

মোহনবাগানের একাধিক পুরস্কার জেতা ছিল অনেকটাই প্রত্যাশিত, কারণ মুম্বই সিটির পর তারাই দ্বিতীয় দল হিসেবে একই মরসুমে লিগ শিল্ড ও কাপ জিতেছে। AIFF-র পুরস্কার যেন মোহনবাগান শিবিরে এক নতুন উদ্দীপনার সঞ্চার করল। আপনার কী মত? শুভাশিসের নেতৃত্বে কি আগামী মৌসুমেও সেরা থাকবে মোহনবাগান? 

*

Post a Comment (0)
Previous Post Next Post