কন্যাশ্রী কাপে ইস্টবেঙ্গল মহিলা দলের দুরন্ত জয়, তিন হ্যাটট্রিকে ১৪-১ ব্যবধান

Indian Sports
তিন জন হ্যাটট্রিক করলেন দেবলীনা ভট্টাচার্য, কার্তিকা অঙ্গমুথু, অষ্টম ওঁরাও 


ইস্টবেঙ্গল মহিলা দলের দুরন্ত কামব্যাক, কন্যাশ্রী কাপে সরোজিনী নাইড়ুকে হারাল ১৪-১ গোলে 

কন্যাশ্রী কাপে আরও একবার দাপট দেখাল ইস্টবেঙ্গল মহিলা দল। শুক্রবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে তারা ১৪-১ গোলে হারাল সরোজিনী নাইড়ু ওএসসি-কে। এই ম্যাচে ইস্টবেঙ্গলের তিন জন ফুটবলার করলেন হ্যাটট্রিক, যা দলের দুরন্ত জয়কে আরও উজ্জ্বল করে তোলে। 

তিন হ্যাটট্রিক, এক দুর্দান্ত জয় 

ম্যাচে হ্যাটট্রিক করেছেন: 

  • দেবলীনা ভট্টাচার্য 

  • কার্তিকা অঙ্গমুথু 

  • অষ্টম ওঁরাও 

এছাড়াও: 

  • সুস্মিতা লেপচা করেছেন ২টি গোল 

  • সুস্মিতা বর্ধন, সাথী দেবনাথ এবং প্রিয়াঙ্কা সুজিশ করেছেন একটি করে গোল 

প্রথম থেকেই ম্যাচে প্রাধান্য ধরে রেখেছিল লাল-হলুদ ব্রিগেড। দুরন্ত আক্রমণাত্মক ফুটবলের ঝলক দেখিয়ে একের পর এক গোল করে প্রতিপক্ষকে চাপে রাখে তারা। 

আগের ম্যাচগুলো কেমন ছিল? 

  • প্রথম ম্যাচে মৈত্রী সংসদকে ৮-১ গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গল 

  • দ্বিতীয় ম্যাচে সেবায়নী এসডব্লিউও-কে ৯-০ গোলে হারিয়েছিল 

  • তৃতীয় ম্যাচে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের কাছে ০-২ গোলে হেরে কিছুটা ধাক্কা খায় দলটি 

তবে সেই হারের হতাশা কাটিয়ে এই ম্যাচে আবার জয়ের ছন্দে ফিরল তারা, এবং তা একেবারে রাজকীয় ভাবে। 

নজরে কারা? 

এই প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে নজর কাড়ছেন কার্তিকা অঙ্গমুথুঅষ্টম ওঁরাও। আগের ম্যাচেও হ্যাটট্রিক করেছিলেন তারা। দলের আক্রমণভাগে তাঁদের আগ্রাসী উপস্থিতি ইস্টবেঙ্গলের অন্যতম শক্তি হয়ে উঠেছে। এই জয় কন্যাশ্রী কাপে ইস্টবেঙ্গলের লড়াইকে আরও মজবুত করল। এখন দেখার, পরবর্তী ম্যাচগুলিতে তারা এই ছন্দ বজায় রাখতে পারে কি না। 

*

Post a Comment (0)
Previous Post Next Post

Sponsord

Sponsord