⚽ ক্লাব বিশ্বকাপ ২০২৫: শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের মহাযুদ্ধ!
বিশ্ব ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট FIFA Club World Cup 2025 ঢুকছে রোমাঞ্চকর নকআউট পর্বে। গ্রুপ পর্বের নাটকীয় লড়াই শেষে বাছাই হয়ে গেছে সেরা আট দল—এবার শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল। ফুটবলপ্রেমীরা প্রস্তুত হন, কারণ ৫ জুলাই থেকে শুরু হচ্ছে মর্যাদার যুদ্ধে ভাগ্য নির্ধারণের পর্ব।
কোয়ার্টার ফাইনাল সূচি (ভারতীয় সময় অনুযায়ী):
🔥 শনিবার, ৫ জুলাই
🕧 রাত ১২:৩০ – ফ্লুমিনেন্স vs আল হিলাল
সাউথ আমেরিকার গতি ও লাতিন আবেগের মুখোমুখি মধ্যপ্রাচ্যের কৌশলী শক্তি। দুই দলের আক্রমণাত্মক ফুটবল নিয়ে দর্শকরা অপেক্ষায়।
🕕 সকাল ৬:৩০ – পালমেইরাস vs চেলসি
ব্রাজিল বনাম ইংল্যান্ড—দুই ঐতিহ্যবাহী ক্লাবের মুখোমুখি যুদ্ধ। চেলসি চাইবে ইউরোপের আধিপত্য বজায় রাখতে, পালমেইরাসের লক্ষ্য দক্ষিণ আমেরিকার গৌরব ফেরানো।
🕘 রাত ৯:৩০ – পিএসজি vs বায়ার্ন মিউনিখ
ফ্রেঞ্চ তারকাদের তারুণ্যের সঙ্গে মুখোমুখি জার্মান মেশিন। একে বলা যায় ফাইনালের আগেই ফাইনাল!
🌙 রবিবার, ৬ জুলাই
🕜 রাত ১:৩০ – রিয়াল মাদ্রিদ vs বোরুশিয়া ডর্টমুন্ড
চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ এবার ডর্টমুন্ডের প্রতিরোধ ভাঙতে প্রস্তুত। তবে তরুণ ডর্টমুন্ড জানে কীভাবে চমক দিতে হয়!
এই কোয়ার্টার ফাইনাল পর্ব থেকে একের পর এক হাইভোল্টেজ ম্যাচ অপেক্ষা করছে। মাঠে ফুটবলের কারিকুরি, দর্শকসারিতে উত্তেজনা আর প্রতিটি ম্যাচে থাকবে ইতিহাস গড়ার হাতছানি।