IPL HUB: ইডেনের রাজা ধোনি, কেকেআরের ভরাডুবি এক ওভারে!

Noor Ahmed

Player of the Match: Noor Ahmed

ইডেনে ধোনির দাপট, বৈভবের এক ওভারেই হারলো কলকাতা 

তারিখ: ৮ মে ২০২৫ 

কলকাতার ইডেন গার্ডেন্স যেন বুধবার রূপ নিয়েছিল চেন্নাই সুপার কিংসের হোম গ্রাউন্ডে। গ্যালারি ভর্তি ছিল হলুদ জার্সিতে ঢাকা সমর্থকে। ৪২ হাজারের বেশি দর্শকের ভিড়ে গর্জে উঠছিল “সিএসকে! সিএসকে!” ধ্বনি। মাঠে পা রাখতেই মহেন্দ্র সিং ধোনির নামে তুমুল চিৎকার, যেন ম্যাচটা চিপকে হচ্ছে।কলকাতার মাটিতে ম্যাচ শুরু হলেও, নিয়ন্ত্রণ ছিল পুরোপুরি চেন্নাইয়ের হাতে। ব্যাট হাতে দুরন্ত ব্রেভিস ও বল হাতে ঘূর্ণি-যাদুকর নূর আহমেদের পারফরম্যান্সের সামনে কুপোকাত কেকেআর। 

ম্যাচের টার্নিং পয়েন্ট: বৈভবের দুঃস্বপ্নের ওভার 

১৮০ রানের লক্ষ্যে খেলতে নেমে চেন্নাই ৫ উইকেট হারিয়ে কিছুটা চাপে ছিল। কিন্তু তখনই এল ১১তম ওভার — যেটা বল হাতে আনেন কলকাতার বৈভব অরোরা। ইয়র্কার দিতে চাইলেও একের পর এক ফুলটসে পরিণত হওয়া বলগুলোকে ডোয়াল্ড ব্রেভিস একের পর এক বাউন্ডারিতে পাঠাতে ভুল করেননি। ওই ওভার থেকে এল ৩০ রান — ৩টি ছক্কা, ৩টি চার। সেই ওভারেই ম্যাচে ফেরে চেন্নাই, কলকাতা হারিয়ে বসে গতি। 

ম্যাচ শেষে ব্রেভিস বলেন, “আমি চেয়েছিলাম বড় ইনিংস খেলতে, সেটা করতে পেরেছি। কয়েক সপ্তাহ আগেও আমি বাড়ি বসে আইপিএল দেখছিলাম, আজ খেলছি — এটা ঈশ্বরের ইচ্ছা ছাড়া সম্ভব নয়।” 

শেষদিকে যখন শিবম দুবে বড় শট খেলছিলেন, ধোনি ঠাণ্ডা মাথায় স্ট্রাইক দেন। দুবে আউট হওয়ার পর নিজের অভিজ্ঞতায় ম্যাচ শেষ করে ফেলেন ধোনি — পুরনো ধোনির সেই ঠাণ্ডা মাথার ফিনিশিং আবার দেখা গেল ইডেনে। বয়স ৪৩ হলেও ধোনির পড়তে জানার ক্ষমতা এখনও অব্যর্থ। 

চেন্নাইয়ের স্পিন আক্রমণে ধসে পড়ে কেকেআর 

নুর আহমেদ নিয়েছেন ৪ উইকেট, রবীন্দ্র জাডেজা ১টি এবং রবিচন্দ্রন অশ্বিন দিয়েছেন মাত্র ১৯ রান ৩ ওভারে। কেকেআরের ব্যাটারদের সামনে চেন্নাইয়ের স্পিনাররা কার্যত এক দেওয়াল তুলে দেন। 
চেন্নাইয়ের বিপক্ষে চেনা স্পিন আক্রমণ থাকা সত্ত্বেও, রাহানে ভুল সিদ্ধান্তে মোড় ঘোরায়। মইন আলি উইকেট নেওয়ার পরেও তাঁকে ২ ওভারের বেশি করালেন না। সবচেয়ে বড় ভুল ছিল বৈভবকে এমন গুরুত্বপূর্ণ সময়ে বল দেওয়া। 

প্লে-অফ থেকে ছিটকে যাওয়ার পথে কেকেআর 

এ বারের আইপিএলে ছন্দে নেই চেন্নাই। আগে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে তারা। এই হারে প্লে-অফের দৌড় থেকে কার্যত ছিটকে গেল কলকাতা। মাঠে উপস্থিত সমর্থকেরা হয়তো ধোনির জন্য উল্লাস করলেন, কিন্তু কলকাতার হারের হতাশাও তাদের ভেতরে থেকে গেল।

গতকালের ম্যাচ রিপোর্ট: 

ভেন্যু: ইডেন গার্ডেন্স, কলকাতা 
ফলাফল: চেন্নাই সুপার কিংস ২ উইকেটে জয়লাভ করেছে  

KKR ইনিংস: ১৭৯/৬ (২০ ওভার) 
CSK ইনিংস: ১৮৩/৮ (১৯.৪ ওভার) 

উল্লেখযোগ্য পারফরমার: 

  • নূর আহমাদ (CSK): ৪ উইকেট নিয়ে KKR-কে চাপে ফেলেন ও প্লেয়ার অফ দ্য ম্যাচ 
  • দেওয়াল্ড ব্রেভিস (CSK): ম্যাচ জয়ের পথে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন  
  • শিভম দুবে (CSK): শেষ ওভারে গুরুত্বপূর্ণ রান করে দলকে জয় এনে দেন 

আজকের ম্যাচ : পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস 

ভেন্যু: হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, ধর্মশালা 
সময়: সন্ধ্যা ৭:৩০ (IST) 

দলীয় পরিস্থিতি: 

  • পাঞ্জাব কিংস (PBKS): প্লে-অফে জায়গা নিশ্চিত করতে চাইছে 

  • দিল্লি ক্যাপিটালস (DC): টানা হারের পর জয়ের খোঁজে 

*

Post a Comment (0)
Previous Post Next Post