স্মৃতি-ঝড় ও বোলারদের দাপটে শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ট্রফি জিতল ভারত
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে শ্রীলঙ্কাকে ৯৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হল ভারত। ম্যাচে স্মৃতি মন্ধানার চোখ ধাঁধানো শতরান এবং বোলারদের টিমওয়ার্কে ভর করেই এ জয় তুলে নেয় তারা।
প্রতীকা রাওয়াল (৩০) দ্রুত ফিরে গেলেও, দ্বিতীয় উইকেটে হরলীন দেওলের (৩৭) সঙ্গে ১২০ রানের জুটি গড়েন মন্ধানা। পরে জেমাইমা রদ্রিগেস ঝড়ো মেজাজে ২৯ বলে ৪৪ রান করে রানের গতি বাড়িয়ে দেন। অধিনায়ক হরমনপ্রীত কউরও ৪১ রান করেন। শেষ ১০ ওভারে ভারত তোলে ৯০ রান, যা ফাইনালের মতো বড় ম্যাচে বিশাল পার্থক্য গড়ে দেয়।
বড় লক্ষ্যের সামনে ব্যাট করতে নেমেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। ইনিংসের তৃতীয় বলেই ফেরেন ওপেনার হাসানি পেরেরা। এরপর চামারি আতাপাত্তু (৫১) এবং নীলাক্ষিকা সিলভা (৪৮) কিছুটা লড়াই করার চেষ্টা করলেও ভারতীয় বোলারদের সামনে কেউই বেশি সময় টিকতে পারেননি।
স্নেহ রানা ৮ ওভারে মাত্র ৩৮ রান দিয়ে তুলে নেন ৪টি গুরুত্বপূর্ণ উইকেট। অমনজ্যোত কউরও ৩টি উইকেট নেন ৫৪ রানে। ফিল্ডিংয়েও ভারত ছিল সজাগ, যার ফলে শ্রীলঙ্কার ব্যাটারদের ওপর চাপ ছিল শুরু থেকেই।
শেষ পর্যন্ত শ্রীলঙ্কার ইনিংস থামে ২৪৫ রানে, এবং ভারত ৯৭ রানের জয় নিয়ে ত্রিদেশীয় সিরিজের ট্রফি নিজেদের করে নেয়। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই দাপট দেখানো ভারতীয় দল এই জয়ের মাধ্যমে আরও একবার প্রমাণ করল তাদের সামর্থ্য ও দৃঢ়তা।